Site icon Jamuna Television

আকাশে ইসরায়েলি ড্রোন দেখে প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা

গাজায় ইসরায়েলের নৃশংসতম হামলার পর আবারও বিভিন্ন এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে উপত্যকাটির বাসিন্দাদের। আরও একবার অনিশ্চয়তার পথে লাখ লাখ ফিলিস্তিনি। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বিরতির কারণে কয়েক সপ্তাহ স্বস্তির পর, মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সময় সেহেরির পূর্বে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ভয়াবহ বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এই হামলায় নিহত হয় প্রায় ৪শ’ মানুষ। যা দেড় বছরের যুদ্ধে একদিনে সর্বোচ্চ প্রাণহানি।

এই হামলা থেকে রেহাই পায়নি বিধ্বস্ত বাড়িঘর, স্কুল এবং তাবু। হামাস তেলআবিবের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতি নিচ্ছে অভিযোগ তুলে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলো নেতানিয়াহু প্রশাসন।

এমন পরিস্থিতিতে, আবারও পথে নেমেছে গাজার বিভিন্ন এলাকার মানুষ। বাক্স নিয়ে গাড়িতে, ট্রাকে, পায়ে হেঁটে যে যেভাবে পারছে ছুটছে শুধু একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে।

উল্লেখ্য, গাজায় প্রায় দেড় বছরের ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি।

/এআই

Exit mobile version