Site icon Jamuna Television

গাজায় পূর্ণশক্তি নিয়ে যুদ্ধ শুরু হয়েছে: নেতানিয়াহু

ফাইল ছবি

গাজায় পূর্ণশক্তি নিয়ে হামাস বিরোধী অভিযান শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। খবর বিবিসির।

যুদ্ধবিরতি ভেঙে হামলার পক্ষে সাফাই গেয়ে হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, এটা কেবল শুরু।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি বেসামরিক জনগণ নয়, আমাদের টার্গেট হামাস সন্ত্রাসীরা। এসময় ক্ষয়ক্ষতি এড়াতে ফিলিস্তিনি বেসামরিকদের নিরাপদ এলাকায় চলে যাওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

ইসরায়েল এ যুদ্ধে জিতবে উল্লেখ করে তিনি বলেন, হামাসকে ধ্বংস করে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনা হবে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলবে বলেও স্পষ্ট বার্তা দেন নেতানিয়াহু।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) বেইত লাহিয়া, রাফাহ, নুসাইরাত এবং আল-মাওয়াসিতে বিমান হামলায় বিপর্যস্ত গাজাবাসী। হাসপাতালগুলোতে আবারও বাড়ছে হতাহতের সংখ্যা। এর ফলে যুদ্ধবিরতির মাধ্যমে যে শান্তি আসার কথা ছিল তা ভেঙে পড়েছে।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ হামলায় ৪ শতাধিকেরও বেশি মানুষ নিহত এবং আহত হয়েছে আরও শতাধিক। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ হামলার তীব্রতা সবচেয়ে বেশি বলেও জানানো হয়। বিমান হামলায় হামাসের গুরুত্বপূর্ণ নেতারা নিহত হয়েছেন। এর মধ্যে গাজার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা মেজর জেনারেল মাহমুদ আবু ওয়াতফাও রয়েছেন।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ ইসরায়েলের পক্ষ নিয়ে বলেন, হামাস যুদ্ধবিরতি এড়ানোর জন্য জিম্মিদের মুক্তি দিতে পারত। কিন্তু তারা যুদ্ধ বেছে নিয়েছে।

অপরদিকে, হামাস সতর্ক করে দিয়েছে যে ইসরায়েলের এ সহিংসতা গাজায় আটক বাকি জীবিত জিম্মিদের জীবন হুমকির মুখে ফেলবে।

/এএইচএম

Exit mobile version