Site icon Jamuna Television

আইএফআইসি ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, ৪ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের ২ হাজার ৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

বুধবার (১৯ মার্চ) সকালে সংস্থাটির উপ-পরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া আইএফআইসি ব্যাংকের কর্মকর্তারা হলেন, ডিএমডি শাহ্ মো. মঈন উদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী, কর্পোরেট ম্যানেজার ওয়াসীম আলী ও রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার।

দুদকের অভিযোগে বলা হয়েছে, ব্যাংকটি ২০২৩ সালের ডিসেম্বরে এক বছর বয়সী পাঁচটি কোম্পানিকে প্রায় ২ হাজার ৩৭৫ কোটি টাকা ঋণ দেয়। অথচ এসব কোম্পানির নেই কোনো ওয়েবসাইট। এমনকি বাংলাদেশ ব্যাংকে দেয়া প্রতিবেদনেও দেয়া হয়নি কোনো ঠিকানা।

এসব ঋণের সুবিধাভোগী হিসেবে মনে করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে।

/এমএইচ

Exit mobile version