Site icon Jamuna Television

উত্তপ্ত নাগপুর, দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ

ধর্মীয় সহিংসতার জেরে ভারতের নাগপুরের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ। শহরের অন্তত ১১টি এলাকায় সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

সড়কে সড়কে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী, চলছে তল্লাশি। শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও নতুনভাবে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ দেখে চলছে অপরাধীদের শনাক্তের চেষ্টা। জড়িতদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি পুলিশ কমিশনার রবীন্দ্র কুমার সিঙ্গালের। গুজব ছড়ানোর অভিযোগে সামাজিকমাধ্যমে অনেক অ্যাকাউন্টে নজরদারি চালানো হচ্ছে।

উল্লেখ্য, মোঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার সরানোর দাবিকে কেন্দ্র করে সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ব্যাপক সহিংসতা হয় ভারতের মহারাষ্ট্রের নাগপুরে। প্রশাসনের অভিযোগ, বিক্ষোভে কোরআন পোড়ানো হচ্ছে এই গুজব ছড়িয়ে পরার জেরে উত্তপ্ত হয় পরিস্থিতি। সেদিন রাতে শহরের বিভিন্ন স্থান থেকে ৫০ জনকে গ্রেফতার করে পুলিশ।

/এএম

Exit mobile version