Site icon Jamuna Television

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত

ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (১৯ মার্চ) এক ভর্তিচ্ছুর রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এই আদসেশব

এর আগে, ভর্তি পরীক্ষার কিছু প্রশ্নে ভুলের অভিযোগ এনে পুনরায় পরীক্ষার দাবি জানিয়ে উপাচার্য বরাবর আবেদন জানান এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় হাইকোর্টে রিট করেন ওই ভর্তিচ্ছু৷

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট অর্থাৎ বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

/আরএইচ

Exit mobile version