Site icon Jamuna Television

ধর্ষণ মামলায় দুদক কর্মকর্তা মামুনুর রশীদকে সাময়িক বরখাস্ত

নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রাক্তন স্ত্রীর করা মামলার আসামি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদকে সংস্থাটি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।

আদেশে বলা হয়, তার বিরুদ্ধে ‘ধর্ষণ মামলার পলাতক আসামি অফিস করছেন দুদকে’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বলা হয়, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি নিয়মিত অফিস করছেন।

এছাড়া দুর্নীতি দমন কমিশনের ক্ষমতার অপব্যবহার করে ভুক্তভোগীকে হেনস্তা করেছেন বলেও অভিযোগ রয়েছে তার নামে।

২০২২ সালে সহকারী পরিচালক হওয়া মামুনুর রশীদের বিষয়ে দুদক বলছে, তার কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে, যা দুদক (কর্মচারী) চাকরি বিধিমালা অনুযায়ী অসদাচরণের শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, মামুনুর রশীদের প্রাক্তন স্ত্রী সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা করেছেন। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বরখাস্তের সময়টিতে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

/এমএইচআর

Exit mobile version