Site icon Jamuna Television

সংস্কারের আগে স্বচ্ছ নির্বাচনের ব্যাপারে আশাবাদী নই: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংস্কার ব্যতীত বর্তমান প্রশাসন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে, সে বিষয়ে আশ্বস্ত হওয়ার সুযোগ নেই।

বুধবার (১৯ মার্চ) বিকেলে কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)আয়োজিত এক গণ ইফতার মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়েই বর্তমান প্রশাসন সুষ্ঠু নির্বাচন করতে পারবে কি না তা যাচাই করা যাবে। তাই আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, বর্তমানে অনেকেই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। যারা এরকম করতে চায় তাদের পরিণতিও দলটির মতই হবে। দলটি বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে ফায়দা নেয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version