Site icon Jamuna Television

‘ন্যায়বিচার নির্বাসনে, শিক্ষাব্যবস্থা ভাঙাচোরা’

দেশে ন্যায়বিচার নির্বাসনে। এখানে সাধারণত রাজনৈতিকভাবে মোটিভেটেড (উদ্দেশ্যপ্রণোদিত) হয়ে বিচারের বিষয়ে সিদ্ধান্ত দেয়া হয়। দেশের শিক্ষাব্যবস্থা ভাঙাচোরা, যার বৈশ্বিক কোনো মান নেই— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৯ মার্চ) সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, মানবজীবনের অন্যতম মৌলিক গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে বিচার ব্যবস্থা। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বিচার ব্যবস্থায় ন্যায় বিচার নির্বাসনে। সুুবিচার নিশ্চিত হলে দেশ ও দেশের নাগরিকরা বিশ্বে মাথা উচু করে চলতে পারতো বলেও জানান তিনি।

কুরআনের আইনের ভিত্তিতে মানবিক সমাজ গঠনে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। কুরআনের আইন বাস্তবায়ন হলেই সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সুবিচার নিশ্চিত করা সম্ভব হবে বলে মত দেন তিনি।

এসময় অসহায় বিচার প্রার্থীদের জন্য বিনামূল্য মামলা পরিচালনা করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান জামায়াত আমির।

/এমএইচআর

Exit mobile version