Site icon Jamuna Television

ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:

গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে নয়নকে (৩৫) গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাতে কুড়িগ্রাম সদর থানায় হেফাজতে নেয়া হয়।

জানা যায়, সাদ্দাম হোসেন আশিক হত্যা মামলা, টেন্ডারবাজি সহ একাধিক মামলার আসামি। তিনি অনেকদিন ধরেই পলাতক ছিলেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোজাফফর হোসেন বলেন, কুড়িগ্রাম থানার একাধিক মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে রংপুর মহানগর এলাকা থেকে গ্রেফতার করে কুড়িগ্রাম ডিবি পুলিশ। তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version