Site icon Jamuna Television

পটুয়াখালীতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

প্রতীকী ছবি।

পটুয়াখালীতে শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি সাকিব মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আরেকজন সিফাত মুন্সিকে ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে সাকিবকে গ্রেফতার করা হয়।

মামলায় বলা হয়, মঙ্গলবার রাতে নিজ বাড়ির পাশে বাবার কবর জিয়ারত করে নানা বাড়ি যাওয়ার পথে সাকিব ও সিফাত ওই শিক্ষার্থীকে একটি বাগানে তুলে নিয়ে নির্যাতন চালায়।

ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে ভর্তি। তার মেডিকেল রিপোর্ট হাতে পেলেই পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে ঘটনাটি নিশ্চিত করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, অভিযুক্ত বাকিদের ধরতেও সোচ্চার প্রশাসন। আশ্বস্ত করেন, এরইমধ্যে ভুক্তভোগীর যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ভুক্তভোগীর বাবা ১৯ জুলাই আন্দোলনে রাজধানীতে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

/এমএইচ

Exit mobile version