Site icon Jamuna Television

রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হচ্ছে আজ, প্রথম বৈঠক এলডিপির সাথে

ফাইল ছবি

সংস্কার প্রশ্নে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি বা এলডিপির সাথে বৈঠক মাধ্যমে শুরু হতে যাচ্ছে এ সংলাপ।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

আজকের বৈঠকে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনায় বসবে কমিশন।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করে। প্রথম পর্যায়ে গঠিত সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগীয় সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর দলের সুনির্দিষ্ট মতামত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ করা হয়।

এরইমধ্যে অনেক দল জাতীয় কমিশনে তাদের মতামত তুলে ধরেছে।

/এএইচএম

Exit mobile version