Site icon Jamuna Television

ঢাকায় বৃষ্টি, নদীবন্দরে সতর্ক সংকেত; পূর্বাভাস যা বলছে

ফাইল ছবি।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ দুপুরে বৃষ্টির দেখা মিলেছে। যদিও আবহাওয়া অধিদফতর থেকে দেয়া পূর্বাভাসে দেশের ছয় বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। তবে আজই শেষ নয়, আগামী দু’দিন ধরেই এমন বৃষ্টিপাত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়াও দেশের ১২টি অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরেও সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলাসমূহের ওপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামীকাল শুক্রবার ও শনিবারের আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে শুক্রবার বৃষ্টি হতে পারে দেশের সাত বিভাগেই।

এদিকে নদীবন্দরের জন্য দেয়া সতর্ক বার্তায় বলা হয়েছে, রাজশাহী, কুষ্টিয়া, সাতক্ষিরা, পাবনা, সিরাজগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, মানিকগঞ্জ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালি এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্কবার্তাটি সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

/এমএইচ

Exit mobile version