Site icon Jamuna Television

মধ্যরাতে রায়েরবাজার স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন

শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রাত ১২টায় রায়ের বাজারের বুদ্ধিজীবী স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন স্তরের মানুষ। এসময় শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরাও সেখানে উপস্থিত ছিলেন।

রাত ১২টায় রায়েরবাজার স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাদেক খান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। তিনি মোমবাতি হাতে নিয়ে বেশ কিছু সময় সেখানে অবস্থান করেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে বঙালি জাতিকে মেধাশূণ্য করার যে, দুরভিসন্ধি পাকিস্তানিরা করেছিল, তা সফল হয়নি বলে মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ।

Exit mobile version