Site icon Jamuna Television

আ. লীগ আমলে নিবন্ধিত ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিন্ধান্ত

আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নিবন্ধন পেতে নতুন করে আবেদন করতে পারবে বাদ পড়া সংস্থাগুলোও।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কমিশন ভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ এজেন্ডা নিয়ে বৈঠকে করেছে ইসি। বৈঠক শেষে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। 

এছাড়া, ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) নিয়ে তৈরি করা কমিটিও আর থাকছে না। আগের নিয়মে নির্বাচন কর্মকর্তারা ভোটকেন্দ্র স্থাপন করবেন।

এই বৈঠকে গুরুত্ব পায় নির্বাচনী সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন ও ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকির বিষয়।

এর আগে, জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সহায়তা নিয়ে ইইউসহ ওআইসি দেশভুক্ত ১৮ টি মিশন প্রধানদের সাথেও বৈঠক করে ইসি। এসব বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।

/এমএন

Exit mobile version