Site icon Jamuna Television

আজই যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় বন্ধে নির্বাহী আদেশ দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফেডারেল শিক্ষা মন্ত্রণালয় বন্ধ করে দেবেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির দুই প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আজ বৃহস্পতিবার (২০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় বন্ধ করার লক্ষ্যে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেওদনে বলা হয়, বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ট্রাম্পের নজিরবিহীন এই নির্দেশ কার্যকর হলে দেশজুড়ে অঙ্গরাজ্য ও স্থানীয় সরকার এবং ছাত্র ও পরিবারগুলোর জন্য ব্যাপক চাপ সৃষ্টি করতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা এবং অনুদান কর্মসূচি বিতরণ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে শিক্ষার প্রবেশাধিকার এবং গুণমানের সমতা নিশ্চিত করা বিষয়টি নিশ্চিত করে। ট্রাম্পের এই নির্বাহী আদেশের ফলে এসব কার্যক্রমের আর কোনো অস্তিত্ব থাকবে না।

অ্যাক্সিওসের কাছে আসা হোয়াইট হাউসের এক মেমো অনুসারে এই নির্বাহী আদেশটি শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনকে ‘শিক্ষা মন্ত্রণালয় বন্ধ করতে এবং শিক্ষা বিষয়ক কর্তৃত্ব রাজ্যগুলোতে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে’ নির্দেশ দেবে।

একই সঙ্গে আমেরিকানরা যে পরিষেবা, কর্মসূচি এবং সুবিধার ওপর নির্ভর করে থাকে সেগুলোর নিরবচ্ছিন্ন বিতরণ নিশ্চিত করারও নির্দেশ দেবে।

/এআই

Exit mobile version