Site icon Jamuna Television

সিরাজগঞ্জে ব্রীজের নিচ থেকে চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার 

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ব্রীজের নিচ থেকে চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধায় পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর ভেড়ারদহ ব্রীজের নিচে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, বৈকুণ্ঠপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে রিয়াজ উদ্দিন ও তোতা মিয়ার ছেলে হৃদয়। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানান, ভেড়ারদহ ব্রীজের নিচে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গত ১৭ মার্চ তারিখে নিহতের পরিবার থানায় নিখোঁজের ডায়েরি করেছিলেন। এরইমধ্যে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলো জানান পুলিশের এই কর্মকর্তা।

/আরএইচ 

Exit mobile version