Site icon Jamuna Television

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষে রায় দেবে জনগণ: কাদের

বিজয়ের মাসে নির্বাচনে অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের পক্ষে রায় দেবে দেশের জনগণ। মিরপুর জাতীয় স্মৃতি সৌধে জাতির কৃতিসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আজ বিভক্ত। একদিকে রয়েছে সাম্প্রদায়িক শক্তি, যার নেতৃত্ব দিচ্ছে বিএনপি। আরেকদিকে অসাম্প্রদায়িক, মানবতাবাদি চেতনার ধারা, যে ধারার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের প্রতীক নৌকার প্রতি জনগনের বিপুল সমর্থন রয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি দৃঢ়ভাবে বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে বাংলাদেশের জনগন মুক্তিযুদ্ধের পক্ষে রায় দেবে, স্বাধীনতার পক্ষে রায় দেবে, অসাম্প্রদায়িক চেতনার পক্ষে রায় দেবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মতে, এই নির্বাচনের মাধ্যমে দেশে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের চূড়ান্ত পরাজয় ঘটবে, উৎপাটিত হবে সমূলে।

Exit mobile version