Site icon Jamuna Television

রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী নিহত

মেডিকেল করেসপন্ডেন্ট:

রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে গোলাগুলিতে একজন ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম সুমন (৩৫) নিহত। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এই ঘটনা ঘটে।

রাত ১১ টায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার উপ-পরিদর্শক এসআই মো. মারুফ আহমেদ জানান, ইন্টারনেট ব্যবসায়ী সুমন গুলশানের পুলিশ প্লাজার সামনে দিয়ে থেকে হেঁটে যাওয়ার সময় ৫ থেকে ৬ জন সন্ত্রাসী বুকে পেটে এবং মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে রাত এগারোটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায়। বর্তমানে মহাখালী টিভি গেট এলাকায় থাকতেন ওই ইন্টারনেট ব্যবসায়ী।

/এআই

Exit mobile version