Site icon Jamuna Television

ট্রাম্পের সমর্থনের পরও টেসলার ব্যবহৃত গাড়ির বাজারে ধস: কমছে দাম, চাহিদা হ্রাস

ব্যবহৃত টেসলা গাড়ির বাজার বর্তমানে ধসের মুখে। সম্প্রতি টেসলার নতুন গাড়ির দাম কমানো এবং বৈদ্যুতিক যানবাহন (ইভি) বাজারে প্রতিযোগিতার বৃদ্ধির কারণে ব্যবহৃত টেসলা গাড়ির চাহিদা ও দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এই পরিস্থিতি টেসলা মালিক এবং সম্ভাব্য ক্রেতাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ত্রাম্পের অন্যতম সমর্থক এবং যুক্তরাষ্ট্র সরকারের হয়ে বিতর্কিত অবস্থায় বিশাল ভূমিকা পালন করছেন টেসলার মালিক ইলন মাস্ক। এমন পরিস্থিতির সাথে টেসলা মালিকদের হয়রানি, শোরুম এবং গাড়িতে ভ্যান্ডালিজমের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাগুলো টেসলার ব্যবহৃত গাড়ির বাজারে দাম এবং চাহিদা কমার পেছনে একটি বড় কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যদিও টেসলা মালিক মাস্ক ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে মনোযোগ পেয়েছেন, তারপরও নির্বাচনের দিন থেকে টেসলার স্টক মূল্য খুব বেশি তরান্বিত হয়নি।

গত বছর, টেসলা তাদের বিশ্বব্যাপী বিক্রয়ের চার্ট প্রকাশ করে। সেখানে দেখা যায়, লভ্যাংশের দিক থেকে প্রথমবারের মতো তলানিতে কোম্পানিটি। অন্যদিকে, চীন ও ইউরোপের বিভিন্ন কোম্পানির সাথে প্রতিযোগিতা এবং বিক্রয় হ্রাসের মুখোমুখি হয়েছে টেসলা।

ব্যবহৃত বাজারে (সেকেন্ড হ্যান্ড মার্কেট) টেসলার গাড়ির দাম রেকর্ড নিম্নমুখী এবং মার্কিন প্রেসিডেন্টের প্রচারণা থাকা সত্ত্বেও চলতি মাসের একটি জরিপ অনুযায়ী, টেসলা গাড়ি ক্রেতা খুঁজে পেতে কঠিন সময় পার করছে বিভিন্ন প্রতিষ্ঠান।

গত মাসে ব্যবহৃত টেসলা গাড়ির জন্য অনুসন্ধান ১৬% কমেছে। অন্যদিকে, ব্যবহৃত অন্যান্য ইলেকট্রিক গাড়ির চাহিদা গত বছরের তুলনায় ২৮% বেড়েছে।

‘কারগুরুস’ নামক একটি গাড়ি ক্রয়-বিক্রয় ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, টেসলার ব্যবহৃত গাড়ির দাম, গড় ব্যবহৃত গাড়ির দামের তুলনায় দ্বিগুণ হারে কমছে। টেসলার বিতর্কিত সাইবারট্রাক সবচেয়ে খারাপ পারফরম্যান্স করছে, যার পুনঃবিক্রয় মূল্য, বাজারের অন্যান্য ব্যবহৃত ইলেকট্রিক গাড়ির মূল্যের তুলনায় ৫৮% কম।

/এআই

Exit mobile version