Site icon Jamuna Television

উত্তরায় ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জন গ্রেফতার

রাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই পেশাদার ছিনতাকারী ও মাদক কারবারি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে উত্তরা ৯ নম্বর সেক্টরের নাভান সিএনজি পাম্প ও এর আশপাশের এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন– স্বপন (১৮), জাহিদুল (১৮) খলিল (৪৫), শরীফুল ইসলাম (২২), খোরশেদ (২৫), হাফিজুল ইসলাম (৬০), জহিরুল (২৯), শিহাব (১৬), খাইরুল ইসলাম (২৫), মাশরাফি (২২), পলাশ কুমার বিশ্বাস (৩২), তুফান (১৪), সিফাত (১৬), সেলিম (১৯) ও জামাল (২৪)।

এসময় তাদের কাছ থেকে পাঁচটি ছুরি, গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। পরে তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযানে গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

/এএম

Exit mobile version