Site icon Jamuna Television

ইতালিকে হারিয়ে সেমির পথে জার্মানি

উয়েফা নেশন্স লিগের শেষ আটের প্রথম লেগে ইতালিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো জার্মানি। অপর ম্যাচে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ে শুরুতেই এগিয়ে যায় ইতালি। ঘরের মাঠে ম্যাচের নবম মিনিটে দলকে লিড এনে দেন নিউক্যাসল তারকা সান্দ্রো তোনালি। প্রথমার্ধের বাকি সময়ে গোলের দেখা পায়নি কোনো দল।

বিরতির পর সমতায় ফেরে জার্মানি। ৪৯ মিনিটে জশুয়া কিমিখের ক্রসে দারুণ ফিনিশিং টিম ক্লাইনডিন্সটের। ৭৬ মিনিটে জার্মানদের হয়ে জয়সূচক গোলটি করেন লেয়ন গোরেটস্কা। এবারও গোলের সুযোগ তৈরি করেন জশুয়া কিমিখ।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে আসরের শেষ চারের পথে এক পা দিয়ে রাখলো জার্মানি। বিপরীতে জার্মানদের বিপক্ষে টানা দ্বিতীয় পরাজয়ে সেমিফাইনালের পথ কঠিন হলো ইতালির।

/এএম

Exit mobile version