স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:
নরসিংদীর রায়পুরার চরাঞ্চল চানপুরে আধিপত্য বিস্তারকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন যুবক নিহত হয়েছেন। এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) সকালে চানপুরের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) এবং বারেক হাজির ছেলে বাশার (৩৫)।
স্থানীয়রা জানান, চরাঞ্চলের সালাম গ্রুপ ও শামসু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বিগত কয়েকমাস ধরে সালাম বংশের সদস্যরা এলাকার বাইরে ছিল। আজ শুক্রবার সকালে তারা এলাকায় ঢোকার চেষ্টা করে। এ সময় শামসু মেম্বারের লোকজন বাঁধা দিতে গেলে সংঘর্ষ বাঁধে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুইজন মারা গেছে বলে শুনেছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
/আরএইচ

