Site icon Jamuna Television

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

পাবনা করেসপনডেন্ট:

পাবনার সাঁথিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে আকাশ হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে ভুক্তভোগীর শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত আকাশ সাঁথিয়া উপজেলা সদরের গোপীনাথপুর গ্রামের দবির প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান, গত বুধবার ভুক্তভোগী বাড়িতে একা ছিল। এই সুযোগে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসে। এ সময় দরজা ভেঙে আকাশকে আটকের চেষ্টা করলে সে পালিয়ে যায়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান।

/আরএইচ

Exit mobile version