Site icon Jamuna Television

রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব নিয়ে আমরা সন্দিহান: হাসনাত

সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবীদদের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (২১ মার্চ) রাতে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

হাসনাত বলেন, চলমান রাজনৈতিক ঘটনাপ্রবাহতে আমরা উদ্বীগ্ন। রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব নিয়ে আমরা সন্দিহান। আমাদের সাথে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের যে কথা হয়েছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা।

তিনি বলেন, পরবর্তী রাজনীতি কোনদিকে যাবে এটি রাজনীতিবিদদের সিদ্ধান্ত। সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। সেই জায়গায় সন্দিহান বলেই এ বিষয়ে তিনি কথা বলেছেন বলেও জানান তিনি।

হাসনাত আরও বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ গণহত্যা চালানোর পরও দোষ স্বীকার করেনি। আওয়ামী লীগের আগে দল হিসেবে তাদের বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোনো আলোচনা হলেও হতে পারে। এর আগে কোনো আলোচনা অসম্ভব। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নাম মার্কা এবং আদর্শ এই তিনটিই অপ্রাসঙ্গিক।

১১ তারিখের মিটিং এ হাসনাতকে ডেকে নেয়া হয়েছিল কিনা এ বিষয়ে তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে এসব বিষয়ে আলোচনার জন্য সেখানে তাদের ডেকে নেয়া হয়েছিল।

পোস্ট দেয়ার পর তিনি নিরাপত্তা ঝুঁকিতে আছেন কিনা এ বিষয়ে তিনি বলেন, যতক্ষণ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল ও ঐক্যবদ্ধ আছি ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা ঝুঁকি অনুভব করছি না।

/এএস

Exit mobile version