Site icon Jamuna Television

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। দলের জয়সূচক গোলটি করেন ডিয়েগো আলমাদা।

শনিবার (২২ মার্চ) মন্টেভিডিও সেন্টেনারিও স্টেডিয়ামে ইনজুরির কারণে মেসি, দিবালা ও লাউতারো মার্টিনেজকে ছাড়া মাঠে নামে আর্জেন্টিনা।

ম্যাচে বল পজিশনে উরুগুয়ের আধিপত্য থাকলেও আক্রমণের সুযোগ তৈরিতে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না আলবিসেলেস্তেরা। প্রথমার্ধ ছিল গোলশূন্য। ডেডলক ভাঙে ৬৮ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে দুরপাল্লার শটে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন ডিয়েগো আলমাদা। আর্জেন্টাইন গনমাধ্যম ক্লারিন জানায়, আলমাদার এই গোলটি আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের ২০০০ তম গোল।

তবে খেলার শেষ সময়ের দিকে লাল কার্ড দেখেছেন আর্জেন্টাইন উইঙ্গার নিকো গঞ্জালেস। উরুগুয়ের এক ফুটবলারের মুখে লাথি মারায় রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে।

বাছাইপর্বে এখন পর্যন্ত টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। বাকি ৫ ম্যাচের মধ্যে মাত্র ১ পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত হবে আলবিসেলেস্তাদের।

অন্যদিকে, ইকুয়েডর সমান সংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে, ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল তৃতীয় অবস্থানে রয়েছে। আর ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উরুগুয়ে।

/এসআইএন

Exit mobile version