Site icon Jamuna Television

গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি ধ্বংস করলো ইসরায়েল

ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পেল না গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটিও। উপত্যকার এই বিশেষায়িত হাসপাতালটি ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। শুক্রবার (২১ মার্চ) হামলা চালানো হয় হাসপাতালটিতে। খবর আল-জাজিরার।

তুরস্কের সহায়তায় নির্মিত এবং পরিচালিত হতো হাসপাতালটি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, হামলায় হাসপাতালটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ২০১৭ সালে তুরস্কের ৩৪ মিলিয়ন ডলার অনুদানে এটি পুনর্নির্মাণ করা হয়েছিল। প্রতিবছর প্রায় ১০ হাজার ক্যান্সার রোগীকে চিকিৎসা দেয়া হতো এই হাসপাতালটিতে। ২০২৩ সালের অক্টোবর মাসে হাসপাতালটি ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার এটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হলো।

/এসআইএন

Exit mobile version