Site icon Jamuna Television

সুপার ক্লাসিকোর আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে আবারও ইনজুরি হানা দিয়েছে ব্রাজিল শিবিরে। চোট ও কার্ড সমস্যায় স্কোয়াডে ৪টি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ব্রাজিল।

কলম্বিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে মাথায় আঘাত পান গোলরক্ষক অ্যালিসন বেকার। সেই চোটে আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। তার বিকল্প হিসেবে আরেক গোলরক্ষক ওয়েভের্তনকে দলে ডেকেছেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র।

কেবল অ্যালিসনই নয়, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন মিডফিল্ডার জেহেসনও। সেই সাথে কার্ড সমস্যার কারণে আর্জেন্টিনা ম্যাচ মিস করবেন মিডফিল্ডার ব্রুনো গিমারাইস ও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়াইস। সে কারণে তাদের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এদেরসন আর ডিফেন্ডার বেরালদো।

উল্লেখ্য, আগামী বুধবার (২৬ মার্চ) আর্জেন্টিনার মোকাবিলা করবে ব্রাজিল। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে দু’দল।

/এমএইচআর

Exit mobile version