Site icon Jamuna Television

কুড়িগ্রামে সোনাহাটা সেতুর পাটাতন সংস্কার সম্পন্ন, ৪০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ফাইল ছবি।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সোনাহাট সেতুর পাটাতনের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। ফলে ৪০ ঘণ্টা বন্ধ থাকার পর ভারী যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২২ মার্চ) সকালে সড়ক বিভাগ সেতুটির সংস্কার সম্পন্ন করে।

ব্যবসায়ীরা জানান, সোনাহাট সেতুর বিকল্প পথ না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে তাদের। সড়ক বিভাগ সেতুটির সংস্কারে দীর্ঘ সময় নিয়েছে। এর ফলে ৪০ ঘণ্টারও বেশী সময় যানচলাচল ব্যহত হয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সোনাহাট সেতুর মাঝামাঝি স্থানের একটি পাটাতন ভেঙে যায়। এরপর সেতুটি দিয়ে পথচারী, মোটরসাইকেল, অটোরিকশা চলাচল করলেও ভারী যান চলাচল ব্যাহত হয়। এতে সেতুটির দুই পাড়ে পাথর, কয়লাসহ পণ্যবোঝাই শত শত যানবাহন আটকা পড়ে।

/আরএইচ

Exit mobile version