Site icon Jamuna Television

গাজার বেশ কিছু অংশ অন্তর্ভুক্ত করার হুমকি ইসরায়েলের

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)-কে গাজায় আরও ভূমি দখল করতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সেই সাথে তিনি সতর্ক করেছেন যে হামাস যদি বাকি বন্দিদের মুক্ত না করে, তাহলে আইডিএফ গাজার বেশ কিছু অংশ নিজেদের অন্তর্ভুক্ত করবে। শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় পুনরায় হামলা চালায় ইসরায়েল। নতুন হামলার পর গত বৃহস্পতিবার আবারও গাজার নেজারিম করিডোর দখল করে উত্তর গাজার বেইত লাহিয়া ও দক্ষিণ সীমান্তবর্তী রাফাহ শহরের দিকে অগ্রসর হয়েছে ইসরায়েলের স্থল বাহিনী। তারা উত্তর গাজায় নতুন করে অবরোধ আরোপ করেছে। ফলে বাকি বিশ্ব থেকে আবারও বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, আইডিএফকে গাজায় আরও ভূমি দখল করার নির্দেশ দিয়া হয়েছে। হামাস যত বেশি সময় ধরে বন্দিদের আটকে রাখবে, তত বেশি ভূমি হারাবে, যা ইসরায়েলের দখলে চলে যাবে।

তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে গাজার চারপাশে বাফার জোন বাড়ানো হবে, যা স্থায়ীভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে।

/এআই

Exit mobile version