Site icon Jamuna Television

সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে ইতিহাস গড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড-হলিউডে সমানে দাপিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এবার সবচেয়ে বেশি পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়ে গড়লেন নতুন নজির। রাজামৌলির সিনেমা দিয়ে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হচ্ছেন প্রিয়াঙ্কা।

সাম্প্রতিক বছরগুলোতে বলিউডের কাজে তেমন দেখা যায় না দেশি গার্ল খ্যাত এই বিশ্ব সুন্দরীকে। তিনি এখন হলিউডেই বেশি মনযোগী।

‘আরআরআর’ ছবিতে বিরাট সাফল্যের পর নির্মাতা রাজমৌলি নির্মাণ করতে যাচ্ছেন ‘এসএসএম ২৯’। শোনা যাচ্ছে বেশ আগেই রাজমৌলি প্রিয়াঙ্কাকে ছবির অফার দিয়েছিলেন। কিন্তু বেশি পারিশ্রমিক চেয়ে বসেন অভিনেত্রী। কিন্তু প্রিয়াঙ্কার চাহিদার কাছে হার মানতেই হলো পরিচালককে। খবর মতে, ৩০ কোটি ভারতীয় রুপিতে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। এতো পারিশ্রমিকে এর আগে বলিউডে কোনো অভিনেত্রী কাজ পাননি।

এর আগে, দীপিকা প্রতি সিনেমা বাবদ ১৫-২০ কোটি রুপি নিতেন। তাকেও টপকে গেলেন প্রিয়াঙ্কা। নতুন সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করবেন মহেশ বাবু।

/এটিএম

Exit mobile version