Site icon Jamuna Television

হাতিরঝিল থেকে দেড় লাখ পিসের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪

রাজধানীর হাতিরঝিল থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ চারজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শুক্রবার রাতে রাজধানীর হাতিরঝিলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার (২২ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটি এ তথ্য জানায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম বলেন, জব্দকৃত বিলাসবহুল প্রাইভেটকারে তল্লাশি করে পাদানির নিচের প্যানেলে বিশেষভাবে ঝালাই করা অংশের ভেতর থেকে লুকিয়ে রাখা ১লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, চক্রটি কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে আসতো। এছাড়াও প্রতিমাসে বড় একটি চালান ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করতো তারা। প্রায় তিন মাসের চেষ্টায় চক্রটিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলেও জানায় সংস্থাটি।

সংবাদ সম্মেলনে জব্দকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা বলে জানায় অধিদফতরের কর্মকর্তারা।

/এমএইচ

Exit mobile version