Site icon Jamuna Television

গণহত্যার বিচার ও আ. লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদ।

শনিবার (২২ মার্চ) দুপুরে রাজু ভাস্কর্যের সামনে তারা এই বিক্ষোভ মিছিল করে। এসময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয় তারা।

নেতারা বলেন, আওয়ামী লীগের এ দেশে আর কোনো জায়গা হবে না। দেশের বাইরে থেকে শেখ হাসিনা এবং তার কর্মীরা মিলে এখনও বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা।

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে চায় জানিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের সঙ্গে যারা জড়িত থাকবে, এই বিপ্লবী ছাত্র-জনতা তা শক্ত হাতে প্রতিহত করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই এই ছাত্র জনতা ঘরে ফিরবে বলেও জানান তারা।

একটি কুচক্রী মহল সাধারণ মানুষের কাছে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কিয়ে দিচ্ছে জানিয়ে বক্তারা আরও বলেন, যমুনা কিংবা ক্যান্টনমেন্ট থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যদি ষড়যন্ত্র করা হয় তাহলে কঠিনভাবে এর জবাব দেবে ছাত্র-জনতা। সেনাবাহিনীকে দেশ ও জনগণের পক্ষে কাজ করার আহ্বানও জানায় ছাত্র অধিকার পরিষদ।

/এমএইচ

Exit mobile version