Site icon Jamuna Television

আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ

ফাইল ছবি।

আওয়ামী লীগের কোনো ধরনের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২২ মার্চ) জাতীয় নাগরিক পার্টি লালবাগ জোন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।

নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের ফসল হিসাবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে ১/১১ কারণে বাংলাদেশের নতুন করে আর কখনো এক আগরও হতে দেয়া হবে না। এই মাটিতে জুলাই হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার হতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময় প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। আবার সেই প্রশাসনকেই জনগণের ওপর ব্যবহার করেছে তারা। সামরিক কোনো হস্তক্ষেপ মেনে নেয়া হবে না বলেও জানান নাহিদ ইসলাম।

/এএস

Exit mobile version