Site icon Jamuna Television

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের স্মরণসভা অনুষ্ঠিত

শিক্ষার্থী অন্তপ্রাণ এক শিক্ষক ছিলেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। যোগাযোগের জটিল বিষয়গুলো সহজ করে পড়াতেন সবসময়। পাশাপাশি ব্যক্তিজীবনে খুব সহজেই আপন হয়ে উঠতেন সকলের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণসভায় এমন মন্তব্য করেছেন তার ছাত্র ও সহকর্মীরা।

শনিবার (২২ মার্চ) বিকেলে বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রয়াত এই শিক্ষকের স্মরণসভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)। স্মরণসভায় তার ছাত্ররা তাদের প্রিয় এ শিক্ষকের স্মৃতিচারণে অংশ নেন।

এসময়, সিনিয়র সাংবাদিক প্রদীপ কুমার চৌধুরী বলেন, স্যারকে কখনো রাগ করতে দেখিনি। তিনি যে সবার অন্তরে জায়গা করে নিয়েছেন সেটা দিয়েই তাকে স্মরণ করতে হবে। আরেক সিনিয়র সাংবাদিক শরীফ উদ্দিন লিমন বলেন, স্যারের আন্তরিকতায় কখনও কমতি ছিল না। তিনি সারা জীবন কারও কাছ থেকে কিছু নেননি; বরং দিয়েই গিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার বলেন, স্যার বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবতেন। জীবনের মূল্যবান সময়গুলো তিনি ছাত্রদের জন্য ব্যয় করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

অপরদিকে, অধ্যাপক আরেফিন সিদ্দিকের ভাই আতিক উল্লা সিদ্দিক বলেন, ছাত্র-সহকর্মীদের কথা চিন্তা করে আমার ভাই কখনও রাতে ফোন বন্ধ রাখতেন না।

এর আগে, গত ১৩ মার্চ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

/এএইচএম

Exit mobile version