Site icon Jamuna Television

’২০১৪ সালের মতো প্রহসনের নির্বাচনে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ’

২০১৪ সালের মতোই প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চাইছে আওয়ামী লীগ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

তার অভিযোগ, ষড়যন্ত্রমূলক মামলায় আটক রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গত কয়েক মাসে ৪শ’র বেশি গায়েবী মামলা করা হয়েছে। যাতে অভিযুক্ত করা হয়েছে ৩ লক্ষাধিক মানুষকে।

বিষয়টি লিখিত ও মৌখিকভাবে ইসিকে অবহিত করার পরও কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলেও জানান তিনি। রুহুল কবির রিজভী আরও অভিযোগ করেন, ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির কিছুই না মেনে জাতীয় নির্বাচন দেয়া হয়েছে।

Exit mobile version