Site icon Jamuna Television

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই হামাস নেতার নাম সালাহ আল-বারদাউইল। রোববার (২৩ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসে নিজেদের তাঁবুতে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন বলে কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে।

খান ইউনিস শহরের পশ্চিমে সংঘটিত দুটি হামলার মধ্যে একটিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন। তারা শহরটির আল-মাওয়াসি এলাকায় নিহত হয়েছেন।

যুদ্ধ বিরতি লঙ্ঘন করে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফ-এর হামলায় নিহত হয়েছেন ৩৪ ফিলিস্তিনি। তাদের মধ্যে ৯ ফিলিস্তিনি গাজা সিটির তুফাহ এলাকার বাসিন্দা। এছাড়াও ২জন জেইতুন এলাকায়, ২ জন নেটজারিম করিডোরের কাছে আল-মোগরাকা এলাকায়, ৬ জন বেইত লাহিয়ায়, একজন দেইর এল-বালাহ’তে এবং ২ জন খান ইউনিসের বাসিন্দা ছিলেন।

/এআই

Exit mobile version