Site icon Jamuna Television

ফাঁস হয়েছে আইফোন ১৭ সিরিজ, অ্যাপল কি আনছে ফোল্ডেবল স্মার্টফোন?

অ্যাপল-এর বহুল প্রত্যাশিত ‘আইফোন-১৭’ সিরিজের ছবি ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। এই সিরিজের মধ্য দিয়ে টেক জায়ান্ট অ্যাপল বাজারে নিয়ে আসতে যাচ্ছে প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। ফোনটির তথ্য ফাঁস হওয়ার পর থেকেই এটির ডিজাইন এবং কার্যকারিতার বড় আপগ্রেডের খবরে উত্সাহ সৃষ্টি করেছে আইফোন ব্যবহারকারীদের মনে।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বরে ঘোষণা করা হতে পারে আইফোন-১৭ সিরিজের সবগুলো মডেল। চারটি মডেল জুড়ে মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে থাকবে ‘ক্যাপচার বাটন’ এবং প্রোগ্রামযোগ্য ‘অ্যাকশন বাটন’, উভয়ই গত বছর আইফোন-১৬-এ প্রথম চালু করা হয়েছিল।

ভলিউম ও পাওয়ার বাটনের পাশাপাশি ‘আইফোন-১৭’ সিরিজের ফোনগুলো অন্যান্য মডেলগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে হালকা হবে। এছাড়াও নতুন মডেলে থাকবে বৃহত্তর রিয়ার ক্যামেরা। এছাড়াও থাকছে ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আপগ্রেড এবং টপ কোয়ালিটির সেন্সর সিস্টেম। আরও থাকছে ওয়্যারলেস চার্জিং এবং ক্লাউড সিঙ্কিং সুবিধা।

ফোল্ডেবল আইফোন-১৭ সিরিজগুলোতে ৭ দশমিক ৮ ইঞ্চির অভ্যন্তরীণ ডিসপ্লে এবং একটি ৫ দশমিক ৫ ইঞ্চির বাহ্যিক ডিসপ্লে থাকার কথা, যা স্যামসাং-এর গালাক্সি জি-ফোল্ড-এর মতো ডিজাইনের। তবে, গালাক্সি জি-ফোল্ডের ক্ল্যামশেল ডিজাইন বিপরীতে আইফোন-১৭ সিরিজের ফোনগুলোয় থাকবে বুক-স্টাইল ডিজাইন।

/এআই

Exit mobile version