Site icon Jamuna Television

আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত, মৃত্যুর তদন্তে ইতি টানল সিবিআই

খুন নাকি আত্মহত্যা? বলিউডের জনপ্রিয়ও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৫ বছর চলে যাবার পর অবশেষে তদন্তের ইতি টানল সিবিআই।

স্থানীয় সময় শনিবার (২২ মার্চ) মুম্বাই আদালতকে এই মামলার অন্তিম রিপোর্ট জমা দিল সিবিআই। জানিয়ে দিয়েছে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত।  তদন্তে অন্য কোনো দিক উঠে আসেনি।

সিবিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বান্দ্রা আদালতে সিবিআই এই মামলার চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে। তদন্তে আত্মহত্যা ছাড়া অন্য কোনও তথ্য উঠে আসেনি। অন্তিম রিপোর্টের সমস্ত তথ্য ও সাক্ষীদের নাম নথিভুক্ত করেছে সিবিআই।

সব ঠিক থাকলে, আগামী ৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে। 

/এআই

Exit mobile version