প্রথমবারের মতো বাংলাদেশে গান শোনাতে আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ। ১২ এপ্রিল রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ অনুষ্ঠানে গান শোনাবেন তিনি। কনসার্টটির আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
শনিবার (২২ মার্চ) এক ফেসবুক পোস্টের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান আইমার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে।
আয়োজক সংস্থা গণমাধ্যমে বলেন, ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে নিয়মিতই কনসার্টের আয়োজন করা হয়ে থাকে। এবার আয়োজনটি আরও বড় পরিসরে করা হচ্ছে। আইমার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কজন সংগীতশিল্পী যুক্ত হবেন- তা শিগগির টিকিটের বিস্তারিতসহ সব জানানো হবে।
২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাকের সুযোগ পান আইমা। প্রথম সিনেমায় তিনটি গানে কণ্ঠ দেন তিনি।
/এটিএম
Leave a reply