Site icon Jamuna Television

নতুন উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে: শিল্প উপদেষ্টা

সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বিদেশি কাপড় যেনো না ঢুকতে পারে, সেই পদক্ষেপ নেয়া হচ্ছে— এমনটা জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

রোববার (২৩ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে ঈদ মেলার উদ্বোধন শেষে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

শিল্প উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে। পাশাপাশি, আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে, উদ্যোক্তাদের ব্যবসা সহজ করারও উদ্যোগ নেবে সরকার।

তিনি বলেন, সরকারের লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা। আমাদের উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে সেইসাথে নতুনদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে।

দেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন শিল্প উপদেষ্টা।

/এমএইচআর

Exit mobile version