Site icon Jamuna Television

বিশ্বব্যাপী পালিত হল ‘আর্থ আওয়ার’

‘দ্য পাওয়ার অব নেচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হল ‘আর্থ আওয়ার’। এসময় প্রতিটি দেশের নিজস্ব টাইম জোন অনুযায়ী, শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নিভিয়ে রাখা হয় বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও বাসস্থানের আলো।

লন্ডনের বাকিংহাম প্যালেস, দিল্লির ইন্ডিয়া গেট, নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংসহ এক ঘণ্টার জন্য অন্ধকারে ডুবে যায় নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। ঘরের বাতি নিভিয়ে সংহতি জানান বিভিন্ন দেশের সাধারণ নাগরিকরাও। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, ব্রাজিল ও পর্তুগালে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।

একমাত্র প্রকৃতিরই রয়েছে ধরিত্রিকে রক্ষার শক্তি। তাই ঐক্যবদ্ধ হয়ে বাঁচাতে হবে প্রকৃতিকে। ‘দ্য পাওয়ার অব নেচার’ প্রতিপাদ্যের মধ্য দিয়ে এমন বার্তাই দিল এবারের ‘আর্থ আওয়ার।’

আন্দোলনটির উদ্যোক্তা বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচার। চলতি বছর জলবায়ু বিষয়ক এ কর্মসূচিতে অংশ নেয় বিশ্বের ১৯০টিরও বেশি দেশ।

এর আগে, ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মত পালিত হয় ‘আর্থ আওয়ার’। এরপর থেকে প্রতিবছর ২২ মার্চ পালিত হচ্ছে এ কর্মসূচি।

/এএইচএম

Exit mobile version