Site icon Jamuna Television

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ খরুচে বোলারের তালিকায় আর্চার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের স্কোর গড়েছে হায়দরাবাদ। রোববার (২৩ মার্চ) রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজস্থানের বিপক্ষে এ কীর্তি গড়েছে দলটি। রাজস্থান রয়্যালসকে ২৮৭ রানের টার্গেট দিয়েছে।

তবে হায়দরাবাদের ব্যাটারদের ঝড় তোলার দিনে দিনে বিব্রতকর রেকর্ড গড়েছেন রাজস্থানের পেসার জফরা আর্চার। ৪ ওভারে ৭৬ রান দিয়ে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ খরুচে বোলারের তালিকায় উঠে এসেছেন। এর আগে সর্বোচ্চ ৭৩ রান হজম করেছিলেন ভারতের মোহিত শর্মা।

হায়দরাবাদের ২৮৭ রানের জবাবে ব্যাটিং করছে রাজস্থান রয়্যালস। ১৩ ওভার শেষে ৩ উইকেটে ১৫২ রান সংগ্রহ করেছে দলটি।

/এসআইএন

Exit mobile version