Site icon Jamuna Television

বিত্তবানরা ঠিকমতো যাকাত দিলে দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন হতো: ধর্ম উপদেষ্টা

ফাইল ছবি

সমাজের বিত্তবানরা ঠিকমতো যাকাত দিলে দেশের দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন হতো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২৩ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বায়তুল মোকাররম সভাকক্ষে যাকাত বোর্ডের এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে ধর্ম উপদেষ্টা বলেন, এবার যাকাত ফান্ড থেকে ১১ কোটি টাকা প্রদান করা হবে। দেশে যাকাতের প্রচারণা তেমন হয়নি উল্লেখ করে তিনি জানান, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫,২২০ জন ইমাম-মুয়াজ্জিনকে অনুদান দেওয়া হয়েছে।

সবশেষে যাকাতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজে যাকাতের গুরুত্ব ছড়িয়ে দিতে হবে। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, দেশে সবচেয়ে বেশি যাকাত আদায় হয় চট্টগ্রাম থেকে।

/এসআইএন

Exit mobile version