Site icon Jamuna Television

বাসস এমডিসহ তিনজনের নামে যুগান্তর সম্পাদকের মানহানি মামলা

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক (এমডি) মাহবুব মোর্শেদসহ তিনজনের নামে মানহানির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার।

রোববার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৮ এপ্রিল আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

মামলায় অপর আসামিরা হলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম ও আসাদুজ্জামান আসাদ। আসাদকে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৭ মার্চ আসামি মাহবুব মোর্শেদ তার ফেসবুক আইডিতে একটি মনগড়া কবিতা পোস্ট করেন। আর সেটি, কবি ও দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারের বলে পোস্টে উল্লেখ করেন। খাইরুল আলম ও আসাদও ওই কবিতা তাদের নিজ নিজ ফেসবুক থেকে শেয়ার করেন।

এ বিষয়ে যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার বলেন, আমি স্বচ্ছ একটা জীবনযাপন করেছি। আসামিরা আমার ইমেজ, সম্মান, মর্যাদা ক্ষুণ্ন করার জন্য মিথ্যা, বানোয়াট, উদ্ভট একটা পোস্ট দিয়েছে ফেসবুকে। যাতে উল্লেখ করা হয়েছে, আমি খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনাকে খালেদা জিয়ার সঙ্গে জড়িয়ে এরশাদের পক্ষে কবিতা লিখেছি। যেটা আদৌ আমার লেখা না। দেখলে বোঝা যায়, এ ধরনের নিম্নমানের কবিতা আমি আদৌ লিখি না। সংক্ষুব্ধ হয়ে আদালতের কাছে এসেছি, মামলা করেছি। সামাজিকভাবে যে ক্ষতিটা হয়েছে, এর বিচার চায়।

/এসআইএন

Exit mobile version