Site icon Jamuna Television

তামিমের সার্বিক অবস্থা নিয়ে যা জানালেন বিসিবির প্রধান চিকিৎসক

বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হার্টে রিং পরানোর পাশাপাশি তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। সবশেষ অবস্থা অনুযায়ী তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আইসিইউ থেকে তামিমকে স্থানান্তর করা হয়েছে সিসিইউতে। তার সার্বিক অবস্থার বিস্তারিত ব্যাখ্যা করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

দেবাশীষ চৌধুরী বলেন, তামিমের বুকে ব্যথা হচ্ছিল। তাই কাছেই যে হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হয়। কিছু পরীক্ষা নিরীক্ষা হয়, হার্টের ইসিজি করানো হয়। তখন একটু হালকা সমস্যা দেখা যাচ্ছিল। অনেক সময় দেখা যায়, প্রাথমিকভাবে তেমন বোঝা যায় না। ঘণ্টাখানেক পরে রক্ত পরীক্ষায় বোঝা যায়। তবে ওর প্রথম রক্ত পরীক্ষায় একটু সমস্যা বোঝা যাচ্ছিল।

তিনি আরও বলেন, তামিম নিজেই বলছিল যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় চলে যাবে। ওর অস্বস্তি লাগছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। হাসপাতাল থেকে ও যখন বিকেএসপিতে যাচ্ছিল, আবার ব্যথা শুরু হয়। তাই দ্বিতীয়বার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে। এখন পর্যবেক্ষণে আছে। আপাতত এটাই জানা গেছে। আমরা যাচ্ছি হাসপাতালে। পরে বোঝা যাবে।

তিনি বলেন, শুরুতেই তামিমকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তামিমের শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, হেলিকপ্টারে তোলার মতো অবস্থাও ছিল না।

/এমএইচআর

 

Exit mobile version