Site icon Jamuna Television

নাম থাকছে ‘মঙ্গল শোভাযাত্রা’ই, দুদিনব্যাপী বৈশাখ আয়োজন

নাম পরিবর্তন হচ্ছে না মঙ্গল শোভাযাত্রার।একইসাথে, দুই দিনব্যাপী উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ।

সোমবার (২৪ মার্চ) সকালে, আসন্ন পহেলা বৈশাখের আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বৈঠক হয়। বৈঠকে, পহেলা বৈশাখ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে আলোচনা করেন অংশীজনরা।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান, এবারের বর্ষবরণের শ্লোগান- নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। দুদিনব্যাপী নববর্ষের উৎসবে পহেলা বৈশাখের সাথে থাকছে চৈত্র সংক্রান্তির আয়োজনও।

তবে, মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন নিয়ে বৈঠকে কোন আলোচনা হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা।

/এএস

Exit mobile version