Site icon Jamuna Television

সিগারেটের প্রতি শলাকা সর্বনিম্ন ৯ টাকা করার দাবি

শিশু-কিশোর ও তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি শলাকার সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা করার দাবি জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)।

সোমবার (২০ মার্চ) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘কেমন তামাক কর চাই’ প্রাক বাজেট সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় তারা।

সেমিনারে বক্তারা বলেন, দাবি অনুযায়ী দাম বাড়ালে তরুণেরা সিগারেট সেবনে নিরুৎসাহিত হবে। দীর্ঘমেয়াদে প্রায় ৯ লক্ষ তরুণের তামাকজনিত অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে এবং সরকারের বাড়তি রাজস্ব আদায় হবে ২০ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৪৩ শতাংশ বেশি।

এসময় আসন্ন বাজেটে তামাক পণ্যের মূল্য নির্ধারণের বিষয়ে সাত দফা সুপারিশ উপস্থাপন করে তামাক বিরোধী সংগঠনগুলো।

Exit mobile version