সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঈদ উপলক্ষে বিভিন্ন শপিং কমপ্লেক্সে বাজার করতে আসা ক্রেতাদের ‘আপনার বাজেট কত?’— এমন প্রশ্নের উত্তরের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। মূলধারার গণমাধ্যমগুলোও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। যদিও যমুনা টেলিভিশন এমন কোনো সংবাদ প্রচার করেনি, তবুও নাম জড়িয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে অপপ্রচার চালানো হচ্ছে।
এদিকে, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকতা নিয়ে গতকাল রোববার (২৩ মার্চ) সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। তবে তার ওই স্ট্যাটাসের তথ্য বিকৃত করে পঞ্চগড়ের স্বপন আলী নামের এক ব্যক্তি ‘শিক্ষক জানালা’ নামের ফেসবুক গ্রুপে একটি পোস্ট দেন এবং সেটি এডিট করে পরিবর্তন করেন।
সেই পোস্টে মূল বেসরকারি টেলিভিশনের নাম পরিবর্তন করে যমুনা টেলিভিশনের নাম জুড়ে দেওয়া হয়। অথচ যমুনা টেলিভিশন এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। ফলে এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়িয়েছে এবং নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
পাঠকের সুবিধার্থে নিচে মূল পোস্টদাতা মাহবুব কবির মিলনের স্ট্যাটাসটার কিছু অংশ হুবহু তুলে ধরা হলো—
চ্যানেল আই’এর সাংবাদিক ফুটপাতে ঈদের বাজার করা সাদামাটা এক মহিলাকে জিজ্ঞেস করলেন, এবার ঈদে আপনার বাজেট কত? তিনি বললেন, পাঁচ হাজার টাকা। সাংবাদিক তাঁকে দ্বিতীয় প্রশ্ন করলেন, পাঁচ হাজার টাকায় ঈদের বাজার হবে? উত্তরে বিব্রত মহিলা জানালেন, কী আর করব! যার যা সামর্থ্য, তাকে তো সেটা দিয়েই সামলাতে হবে।
সাংবাদিকের এবার তৃতীয় প্রশ্ন: এই যে কারো কারো লাখ লাখ টাকা বাজেট, আর কারো মাত্র পাঁচ হাজার টাকা। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এবার আগে থেকেই বিব্রত মহিলা কেঁদেই দিলেন। বোরখার কাপড় দিয়ে চোখ মুছতে থাকলেন।

অন্যদিকে, মাহবুব কবির মিলনের স্ট্যাটাসকে ক্রেডিট দিয়ে ওই ব্যক্তি যমুনা টেলিভিশনের নাম জড়িয়ে একটি শিক্ষকদের গ্রুপে পোস্ট করেন। মূলত তিনি স্ট্যাটাসের বেশ কিছু তথ্য বিকৃত করে লেখার ক্রেডিট দেন মাহবুব কবির মিলনকে।
মিলনের স্ট্যাটাসে ছিল– ‘চ্যানেল আই’-এর সাংবাদিক ফুটপাতে ইদের বাজার করা সাদামাটা এক ‘মহিলাকে’ জিজ্ঞেস করলেন, এবারের ঈদে আপনার বাজেট কত?
আর স্বপন আলী নামের ওই ব্যক্তি সেটিকে বিকৃত করে লিখেছেন– ‘যমুনা টেলিভিশনের’ সাংবাদিক ফুটপাতে ইদের বাজার করা সাদামাটা এক ‘সহকারী শিক্ষককে’ জিজ্ঞেস করলেন, এবারের ঈদে আপনার বাজেট কত?
কে এই স্বপন আলি? তার ফেসবুক আইডির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি রফিকা মতিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রংপুরের তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে তিনি পড়াশোনা করেছেন।
তার ফেসবুক বায়োতে লেখা– ‘হে আল্লাহ। তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও।’
/এসআইএন
Leave a reply