Site icon Jamuna Television

মোহাম্মদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গুলি

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা রিয়েল এস্টেটেরে ডিরেক্টর মনির হোসেনর অফিসে ঢুকে পরপর দুই রাউন্ড গুলি করার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানান, তিন দিন আগে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। পরবর্তীতে তাদের ফোন না ধরায় সন্ত্রাসী ইমনের লোক পরিচয়ে তারা এ ঘটনা ঘটায়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করেননি ভুক্তভোগী মনির। তবে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় অক্ষত আছেন তিনি।

/এএস

Exit mobile version