Site icon Jamuna Television

রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি স্বাধীন গ্রেফতার 

রংপুর ব্যুরো:

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউর রহমান স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামন থেকে তাকে গ্রেফতার করে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। 

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মহম্মদ আতাউর রহমান জানান, গ্রেফতার স্বাধীন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি। তার বিরুদ্ধে গত বছরের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন পথচারী আবু সাঈদ। এ ঘটনায় গত বছরের ৭ নভেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার ৩০ নম্বর এজহারনামীয় আসামি তিনি।স্বাধীন শহরের কামারপাড়া এলাকার মৃত মমতাজ উদ্দিনের পুত্র। 

পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে রংপুরে সংঘটিত হামলাগুলোর পরিকল্পনা ও হামলার ঘটনার  মাস্টারমাইন্ড এর অন্যতম স্বাধীন।  হামলা ছাড়াও অর্থ যোগানদাতা হিসেবেও তার নাম পাওয়া গেছে।

/এএস

Exit mobile version